*            সিক্ত হেমন্ত
           অজিত কুমার কর


   সারাদিন সারারাত টাপুরটুপুর
কপালে আমার ভাঁজ বাজার যে দূর।
             বসে চুপচাপ
            এল চা'র কাপ
আজ কী রাঁধবো বলো, বাণী সুমধুর।


চাল আছে আলু আছে আর আছে জল
ওই শোনো বেজে যায় রাধিকার মল।
           দিয়ে দিয়ো ডাল
           এনেছি তো কাল
  একথা শুনেই দেখি হাসি ঝলমল।


   বাজার যাবে না বলে যদি করো পণ
   কী দিয়ে খিঁচুড়ি দেবো নেই যে লবণ!
                 আর কী কী নাই
                  বলো তবে যাই
   পারলে ইলিশ এনো, পাঁচশো বেসন।


   ছাতাটা মাথায় দিয়ে গেলাম বাজার
    ইলিশের ঝাঁপি খোলা রমা সরমার।
                রমা দেয় টান
                 সরমার মান
     আজকে রমাই দিক, সরমার হার।


     বেগুনি দুপিস আর ইলিশের ফ্রাই
    গরম খিঁচুড়ি-সাথে আর কীবা চাই!
               ওর হাসিমুখ
              দেখে পাই সুখ
    মাটিতে আসন পেতে চেটেপুটে খাই।