শিল্পী মন


কিশোরী এক কাগজ পেলেই কেবল ছবি আঁকে
বাড়িটা তাঁর নয়কো দূরে ওইতো নদীর বাঁকে।
সাঁতার কাটে নদীর বুকে ঘুরে বেড়ায় চরে
বনময়ূরী বাঁধনহারা মায়ের অগোচরে।


গঙ্গাফড়িং দেয় না ধরা আপন স্বপ্ন গড়ে
হাত বাড়ালে নিশ্বাসে তাঁর গাছের পাতা নড়ে।
কল্পনাতে রং মিশিয়ে আঁকল ফড়িং নিজে
বেগুনি রং লাগিয়ে দিল আনন্দ তাঁর কী যে।


'কত কী তো আঁক তুমি', শব্দ গেল কানে
মেঘবালিকার কন্ঠ এ তো কিশোরী বেশ জানে।
'আমার ছবি দাওনা এঁকে কী রং দেবে তাতে
দিনের আলোয় রামধনুর রং পাঁশুটে রং রাতে।'


বৃষ্টি বলে মেঘ এঁকেছ আমাকে বাদ দিলে
আঁকবে তুমি ঝরবো যখন সবুজ মাঠে ঝিলে।
পদ্মপাতায় বৃষ্টিফোঁটা যখন টলোমলো
আমায় পেয়ে তাথই তাথই তখন দীঘির জলও।


বৃষ্টিজলে কাগজ-নৌকা চলেছে পাল তুলে
স্রোতের টানে উঠোনে তা যাচ্ছে হেলেদুলে।
বৃষ্টি খুশি, মেঘও খুশি রঙিন ছবি দেখে
'তুমিই পার কন্যারত্ন, কেউ দেবে না এঁকে।


@আজিত কুমার কর