গানের ভুবন বিষাদগ্রস্ত
সৃষ্টি শূন্যতার
বিনি সুতোয় গাঁথা মালা
কণ্ঠহার তোমার।


মিষ্টি সুরে গাইতে তুমি
শুনত পেতে কান
ক্লান্তি যেত তৃপ্তি পেত
জুড়াত মনপ্রাণ।


স্নেহময়ী দিদির মতো
মেটাতে আবদার
বলতে তুমি, ‘শোনাব সব
যা ফরমায়েশ যার।’


ঠুংরি গজল দাদরা ভজন
নিপুণ কারুকাজ
স্থান পেয়েছ তারার দেশে
অমর তুমি আজ।