স্মৃতির সরণি বেয়ে
অজিত কুমার কর


হারিয়ে গেছে বোধহয় ওরা
কেউ করেনি ওদের বারণ
ওরাই ছিল অপু দুর্গা
করছে বসে স্মৃতিচারণ।


বিভূতি নেই মানিকও নেই
ওদের সৃষ্টি অবিনশ্বর
ও'সব ছবি হয় না মলিন
ভাবলে পরে হচ্ছে গোচর।


অপু দুর্গা যাচ্ছে ছুটে
দেখার জন্য উতলা মন
ওইতো সিটি যাচ্ছে শোনা
ট্রেনটা ছুটে আসবে এখন।


হু-হু করে উঠছে ধোঁয়া
যেন বিশাল অজগর সাপ
হারিয়ে গেল দৃষ্টি থেকে
চলতে থাকে ট্রেন-পরিমাপ।