সব মাস মধুমাস
অজিত কুমার কর


সকলেই জানে মধু আছে মৌচাকে
কত শ্রম দিয়ে সঞ্চয় করে ওরা
নির্মম নর হাতে উদ্ধত ছোরা
গুপ্ত লিপ্সা শুভ্র পোশাকে ঢাকে।


ফাল্গুনকেই মধুমাস বলে সবে
চৈত্র সেখানে ব্রাত্য অপাংক্তেয়
জানি না কেন যে ওকে করে এত হেয়
চড়ক দেখেছি শৈশবে সেই কবে।


বৈশাখ শেষ এসেছে ঘূর্ণিঝড়
রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
এখন জ্যৈষ্ঠ যে কবি দেখাল দিক
কাজী নজরুল, শ্রীচরণে করি গড়।


মধুমাস বলে ভূভারতে নেই মাস
আপন স্বার্থে মগ্ন মানবজাতি
মানবতা নেই ধান্দা দিবসরাতি
দশের দেশের করছে সর্বনাশ।


প্রেম-প্রীতি দিলে সব দিন শুভ দিন
স্বর্গ তখন নেমে আসে ধরণীতে
কাজ করি যদি প্রাণী ও তরুর হিতে
কমবে তবেই একটু মাতৃঋণ।


© অজিত কুমার কর