(গতকালের পর)----


প্রিয়া -  তুইতোকারি যায় জলে
         সোহাগরাতে দীপ জ্বলে
              হিজল বকুল
              পরান আকুল
        দেখছে শশী ফাঁক গলে।


প্রিয় – আমার দিকে হাত বাড়াও
         মুখটি তুলে একটু চাও  
              এই উপহার
            আংটি তোমার
       পরিয়ে দেব আঙুল দাও।


প্রিয়া – জ্বলবে নাকি সারা রাত?
          নিবল বাতি তৎক্ষণাৎ
              ফাগুন মাসে
             তোমার পাশে
        মুখে কেন নেইকো বাত।


প্রিয় – রূপ দেখে চাঁদ লজ্জা পায়
         ওদিক পানে মুখ ফিরায়
               মুখ লুকালো
              বারিদ কালো
       এখন তারই আঁচল-ছায়।


প্রিয়া – মনটা তোমার বেশ দরাজ
         মন-বাগিচায় তুমিই রাজ
               স্বস্তি এটাই
               কিছু না চাই
        হোকনা তুচ্ছ বাহির সাজ।


প্রিয় – আমি তো খুব নগণ্য
         সত্যি তুমি অনন্য
           আমরা দুজন
           করবো কূজন
        বাঁচাতে জীব অরণ্য।


প্রিয়া – আমিও তো এমন চাই
        ওতেই পরম শান্তি পাই
              তা না হলে
              মানুষ ব'লে
         পরিচয়ের কিছুই নাই।


প্রিয় – পরম প্রভুর অশেষ দান
          বাক্য শুনে জুড়ায় প্রাণ
            ফুরাল রাত
           নতুন প্রভাত
      পাখপাখালি  জুড়ল গান।


প্রিয়া – এবার শুরু পথচলা
     সব কথা আজ যায় বলা
          পরশপাথর
        চাই না আতর
    করতে হবে রোজ শলা।


প্রিয় – এই তো জীবনসঙ্গিনী
         কাঁকন বাজে কিঙ্কিণি
              অন্তর্যামী
             তৃপ্ত আমি
       নেব সবার হৃদ জিনি।