গায়ে সাঁটা সেনার পোশাক
সীমান্তে অতন্দ্র প্রহরায়
আগ্নেয়াস্ত্র করে আছি তাক
প্রচন্ড ঠান্ডাই অন্তরায়।


হুড়মুড় ধ্বস নামে বেগে
সামলানো কঠিন ব্যাপার
প্রকৃতি সহসা ওঠে রেগে
অসম লড়াই অনিবার।


কখনো বা ছুটে আসে গোলা
প্রত্যুত্তর পায় সাথে সাথে
শিরোপরে নীলাকাশ খোলা
দিন কাটে ঘাত-প্রতিঘাতে।


ভেসে ওঠে প্রেয়সীর মুখ
চোখে তার কত খুশি ঝরে
জননীকে দিতে হবে সুখ
ছয় মাস পর যাব ঘরে।