*
       সোনাঝরা শৈশব
      অজিত কুমার কর


কত কী যে       করি নিজে
      সোনাঝরা শৈশবে,
মনে পড়ে        কোলে চ'ড়ে
    কেটেছে দিন বৈভবে।


খালি গায়ে       খালি পায়ে
        দাপাদাপি দুরন্ত,
কানে তুলো     পিঠে কুলো  
       দস্যিপনা অনন্ত।


বাবা ডাকে     ভীতি মা কে
  বকুনি দেয় ভীষণ জোর,
ফিরি ঘরে         দেরি করে
  জমা থাকে শাস্তি ঘোর।


মেরো না মা      কান্না থামা
  লেখাপড়ার বালাই নাই,
পড়ি যত            ভুলি তত
তাইতো রোজই শাস্তি পাই।