সঙ্গ দিল কে
অজিত কুমার কর


বাঘা-গুপির ভাগ্য ভালো পেল ভূতের বর
চাওয়া-মাত্র মিলবে সবই খাদ্য-বস্ত্র-ঘর।
কে বলে ভূত বজ্জাত খুব মোটেও সত্য নয়
রাত্রিতে যেই একা হাঁটি আঁধারকে পাই ভয়।


কতরকম শব্দ শুনি বাতাসের সোঁ-সোঁ
কানামাছি খেলে ওরা আওয়াজ ভোঁ-ভোঁ।
সত্যমিথ্যা যাচাই করার সাহস আমার নেই
গা-ছমছম করে ভয়ে আঁধার নামে যেই।


বাড়ি ফিরতে দেরি সেদিন বাজে তখন সাত
পিছন থেকে এসে দাদু ধ'রল আমার হাত।
মাথায় টুপি হাতে লাঠি তেমন হাসিমুখ
শুধায় আমায় কী হল রে, 'কলিজা ধুকপুক!'


তোমাকে ভয় পাইনি দাদু, আননি লন্ঠন?
অন্ধকারে তবু আমরা এগোচ্ছি দুইজন।
কাছাকাছি যেই এসেছি, বলে' 'যা এবার'
ঘরে ফিরে দেখি আমি নিথর দেহ তাঁর।


তাহলে কে সঙ্গ দিল একটু আগে আজ?
ভালোবাসার এমনি টান শেষ হয় না কাজ।
মা ও বাবা শয্যাপাশে ঝরছে চোখে জল
দাদুর অসাড় দেহ দেখে চোখ দুটি ছলছল।


© অজিত কুমার কর