সত্যের পূজারি মৃণাল সেন


ঘুমিয়ে আছেন ছায়াপথে মৃণাল সেনের মৃত্যু নেই
কখন উনি বলেন ডেকে এইতো আমি সম্মুখেই।
সত্যটাকে তুলে ধরার ওনার ছিল প্রবল ঝোঁক
সেন্সরে যে আটকে দেবে, দিতেই পারে মর্ত্যলোক।


বঞ্চিতদের পাশে তিনি, সাম্যবাদের অগ্রদূত
অসামান্য দক্ষতা তাঁর কর্মকাণ্ড সব নিখুঁত।
ভয়ে তিনি পিছিয়ে যাবেন এমন মানুষ আদৌ নন
মৃণাল সেনের সঙ্গীরাও পেয়েছে ওই প্রশিক্ষণ।


ইন্টারভিউ আকাশকুসুম দেখে খাড়া গায়ের রোম
উচ্চমানের ছবি রিলিজ পদাতিক ও ভুবন সোম।
সমকালীন ভাবনা নিয়ে নতুন ধারার প্রবর্তক
অন্যরকম চিন্তাধারা বিরাজ করে বেশ চমক।


রাজ্যজুড়ে অস্থিরতা বিশেষ করে কলকাতায়
ট্রিলজিতে তুলে ধরেন, দর্শকের প্রশংসা পায়।
দুর্ভিক্ষ বা মহামারীর করালী রূপ ভয়ঙ্কর
'আকালের সন্ধানে' তিনি দিলেন ছুঁড়ে তীক্ষ্ণ শর।


ভারতবর্ষ মিলনক্ষেত্র নানান ভাষাভাষীর দেশ
তেলেগু ও হিন্দি ভাষায় নজর ছিল তাঁর বিশেষ।
'ওকা উরি কথা' দিয়ে তেলেগুতে পদার্পণ
সব ভাষাতেই সফল তিনি চেতনাসমৃদ্ধ মন।


যুগ-যুগান্ত রাখবে মনে, হারাবে না মৃণাল সেন
ধ্রুবতারার মতো জ্যোতি রশ্মি দিয়ে সুর বাঁধেন।
এমন মানুষ বিরল অতি সত্যিকারের পদাতিক
মৃণাল সেনের ছায়াছবি এখন খুবই প্রাসঙ্গিক।


##অজিত কুমার কর