সভ্যতার হাহাকার
অজিত কুমার কর
    


মরিনি তো আছি বেঁচে মৃত্যুকে তো পাই না ভয়
আসছে বছর আবার আসিস এটা কি আর বিপর্যয়?
ঢোল বাজিয়ে করব বরণ আয়োজনে জাঁকজমক
এবারে তো দেখিয়ে দিলাম দেশি আলোর কী চমক!


সেঞ্চুরি তো হয়েই গেছে ধুঁকছে আরও কয় হাজার
অন্য দেশে মৃত্যু বেশি, জন্মাবে তো পুনর্বার।
একনাগাড়ে ঘরের ভিতর জন্ম থেকে এই প্রথম
একটু না-হয় নাচনকোদন হয়েই গেল গা গরম।


বার্তা দেবার কে আর আছে ভারতবর্ষ অগ্রদূত
সংহতি চাই বিশ্বজুড়ে ভাবনা নতুন, কী অদ্ভুত!
বিক্রিবাটা বাড়ল কিছু, পটকা তৈরি মহান কাজ
কুটির শিল্প ধুঁকছে দেশে, মহোদয়রা বেশ দরাজ।


জন্ম হলে মৃত্যু হবে আমজনতা আজ ভাবুন
ফুর্তি কেবল ন' মিনিটৈর ভঙ্গ করে লকডাউন।
এটাই কি শেষ, চমক আছে, জানিয়ে দেব ক'দিন পর
দুঃসময়ে দেশের মানুষ সবাই কেমন স্বনির্ভর।


© অজিত কুমার কর