*                স্পর্শে বিপদ


মুঠি আলগা উড়ছে তুলা কোথায় গিয়ে নামে
আদর করে শুধু একটু ডাকলে গিয়ে থামে।
          জড়িয়ে যাবে জামায় হাতে
           কাটবে জীবন অশ্রুপাতে
রোঁয়াগুলো যায় না দেখা পাঠাবে শ্রীধামে।


দুঃখের খবর পাচ্ছি রোজই কপালে কী লিখা
  হোমাগ্নিতে ঘি পড়েছে লকলকে তাই শিখা।
             মৃত্যু বাড়ছে গুণিতকে
           ঠেকাবে কে কেবল বকে
কেউ জানি না নামের পাশে কখন পড়বে চিকা।


                   ######


         কত ফুল ফোটে তোমার কাননে


তোমার কাননে কত ফুল ফোটে জোটে অলি মৌমাছি
বাগান কোথায় ধু-ধু প্রান্তর আকাশের নীচে আছি।
কিছু কাঁটাঝোপ এদিক-ওদিক যায় না ওদের ছোঁয়া
কোলাহল নেই শুধু নীরবতা মরীচিকা কাছাকাছি।


ফুলের নাগাল প্রজাপতি পায় উইপোকা কেঁদে মরে
পাখা গজাবার ক্ষণেক পরেই মাটিতেই পড়ে ঝরে।
ওড়ার কী স্বাদ বোঝার পূর্বে  ঢিবিতেই ছিল ভালো
মাটিতে জন্ম মাটিতে মৃত্যু চিরকাল অনাদরে।


##অজিত কুমার কর