বিয়োগব্যথা সয় না যে তা উদ্বেলিত প্রাণ
এমনই এক শ্রাবণ দিনে তোমারই প্রয়াণ।
                     রইলো পড়ে হাজার হাজার গান।


যেতেই হ’লো ভুবন ছেড়ে
এমন করে নেয় কি কেড়ে
কোন অমরার ডাকে গেলে ছিন্ন করে টান
                    ভুলবে না কেউ অতুল অবদান।


খেয়ারী নেই কেমন করে ক’রবো পারাপার
তোমার ও’মুখ এখন মনে পড়ছে বারংবার
কেমন করে রাখব তোমার মান
ঠোঁটের কোণে হাসিটি অম্লান
ডাক দিয়ে যায় দখিনা বায় তোমারই গান কে যেন গায়
কেবল তুমি রইলে পাশে সব বাধা খানখান
                    সুরপরশে ক্লান্তি অবসান।