শ্রাবণী পূর্ণিমা


জোছনাতে ভাসছে ভুবন
               শ্রাবণী পূর্ণিমা
দৃষ্টিপথে দেয় ধরা সব
               কোথায় পরিসীমা।
    উল্লসিত দুইটি চকোর
    চাঁদনি রাতে প্রেমে বিভোর
সারাটা রাত কাটাই জেগে
                সঙ্গে অরুণিমা।


ঝাউয়ের শাখে জেগে আছে
                 ব্যঙ্গমা ব্যঙ্গমী
জেলেভাইরা নৌকা ভাসায়
                  ভীষণ পরিশ্রমী।
     তুলোর মতো সফেদ ফেনা
     কেউ কি শঙ্খ বাজাবে না
ঢেউয়ের শব্দ আসছে কানে
                  সাগরের গরিমা।
------
@অজিত কুমার কর