শ্রীচরণকমল


কেমন ক'রে সৃজন কর মন
একটা মন, ভিন্ন আচরণ!
        বপন কর কী ধরনের বীজ
        দিঘির বুকে রঙিন সরসিজ
        কর্মে দড় যাহারা অদ্রীজ
              বিচিত্র এই অন্তঃকরণ।


আমার দিকে নজর তুমি দিয়ো
আমায় তুমি আপন করে নিয়ো
        লাগাম যেন থাকে তোমার হাতে
        বিপথগামী না হই আমি যাতে
        থাকতে আমি চাই যে নিরালাতে
                লক্ষ্য শুধু তোমার শ্রীচরণ।


@অজিত কুমার কর