সৃজন সহায়িকা


পুরুষ আমি যে জন আমার চিত্তে জ্বালায় আলো
প্রদীপ্ত তাঁর আলোকশিখা আমাকে চমকালো।
নেপথ্যে এক নারী
পল্লবিত জীবন আমার সব কৃতিত্ব তাঁরই।


তীক্ষ্ণ নজর আমার দিকে কখন কী কাজ করি
লক্ষ্যনীয় দূরদৃষ্টি সৃজন সহচরী।
যখন অর্থ খুঁজি
মুক্তহস্তে বাড়িয়ে দেবে যেটুকু তাঁর পুঁজি।


শৈশবে মা পরে দিদি আমায় আগলে রাখে
কোন কিছুই খায় না ওরা না দিয়ে আমাকে
ওদের ভালোবাসি
মায়াভরা ওদের হৃদয়, কল্পনাবিলাসী।


নারী ছাড়া জীবন অচল রইলে বাড়ে গতি
সকল কাজে সাহচর্য, দূর করে দুর্গতি।
কে বলে অবলা
চ্যানেল পেরোয়, শৃঙ্গে চড়ে দেখায় নৃত্যকলা।


কোথাও ওরা পিছিয়ে নেই  দৃপ্ত উপস্থিতি
ভয়কে ওরা জয় করেছে গর্বে যথারীতি।
আলোকবর্তিকা
পুরুষ এবার দমন কর আপন অহমিকা।


#অজিত কুমার কর