প্রভাতে ভাঙায় ঘুম কোকিলের কুহু  
গাঁয়েতে যেমন আছে শহরেও দেখি
জামবনি আলিপুর বেলাভূমি জুহু
ওসব দেখেই আমি কবিতায় লেখি।
মিলেমিশে একাকার বাস্তব কল্পনা
নীলিমায় মিশে যায় তুলিকার টানে
আকাশে অনেক তারা যায় নাকো গনা
জোনাকি নিঝুম রাতে বলে কানে কানে।


মনের মাধুরী থাকে প্রতিটি অক্ষরে
অনুপম কাব্যকলি কবির কলমে
নব নব উপাদান খোঁজে বালুচরে
শুক্তির ভিতরে মুক্তা কতদিনে জমে।
অবিরাম ধেয়ে আসে সাগরের ঢেউ
তারি মাঝে কতকিছু খুঁজে পায় কেউ।