ফুল বলে এসো অলি করো মধু পান
কান পেতে শুনি আমি সুমধুর গান।
আমার দেহের রেণু নাও পায়ে মেখে
আগামীর গুপ্তবীজ যাও তুমি রেখে।
প্রজাপতি আসে রোজ অপরূপ সাজে
বড়ই হিসেবি ওরা বলে ‘যাই কাজে’।
যত বলি ক্ষণকাল বসোনা এখানে
‘সময় কোথায় ভাই, বকুল যে টানে।‘।


ফুল ফোটে বাগিচায় ফুল ফোটে বনে
মধুকর উড়ে যায় মধু আহরণে।
ছেদ নাই কোনোদিন আদিকাল থেকে
ফুল থেকে ফল হয় ঝরে পড়ে পেকে।
সবুজের সমারোহে ভরে ধরাতল
নবীনের আগমনে প্রবীণ চঞ্চল।