শ্রোতা রবীন্দ্রনাথ


আমার একটা বাগান আছে  জোগায় রোজই ফুল
কী ফুল আমি ভালোবাসি জানে সে বিলকুল।
ফুলের গায়ে রং লাগাতে কে দেয় তুলির টান
প্যালেটভরা রামধনু-রং তাই পড়ে না টান।


বাগান-পাশেই কোপাই নদী ছুটছে অবিরাম
কেবল গতি বাড়ে কমে মেলে না বিশ্রাম।
আমার প্রিয় সোনাঝুরি শান্তিনিকেতন
পরিযায়ী পাখির মেলা দিঘির পাশে বন।


বাগান থেকে ফিরছি ঘরে কাঠফাটা রোদ্দুর
বাঁশিতে ফুঁ দিয়ে রাখাল বাজায় মিঠে সুর।
পথের মাঝে দাঁড়িয়ে গেলাম দূরে দৃষ্টিপাত
সৌম্য মূর্তি শুনছে বাঁশি, কে- রবীন্দ্রনাথ!


রোজ এ' পথে আসা-যাওয়া পড়ল চোখে আজ
মানবরূপী যেন ঈশ্বর অপূর্ব তাঁর সাজ।
যেই বলেছি আমি সুধা, ডাকল ইশারায়
আমাকে ফুল দিয়ে যেয়ো কোথায় অন্তরায়।


অমলকে ফুল দিয়ে যেতাম কোথায় তাঁরে পাই
ঘরে অনেক কাজ রয়েছে এখন আমি যাই।
বাড়ি বাড়ি ফুল দিতে হয় ঘুরি চতুর্দিক
কাল সকালে লাল করবী দেবো তোমায় ঠিক।


#অজিত কুমার কর