*                  সেতুবন্ধন


ওপার বাংলার অরুণকিরণ এপার বাংলা পায়
এপার বাংলার গোধূলি-রং সায়াহ্নে পৌঁছায়।
               দুই বাংলার এ' মিত্রতা
               নিকেশ করে জটিলতা
       সুসংস্কৃতির ফল্গুধারা ধমনী শিরায়।


কাঁটাতারের বেড়াটা তো বিভেদের প্রতীক
বাংলাভাষী, আলাদা দেশ নয় তা স্বাভাবিক।
           নিত্য ভাবের আদান-প্রদান
               গঙ্গা-পদ্মা প্রবহমান
   বাঙালিদের মহামিলন খুবই আবশ্যিক।


                @অজিত কুমার কর