ধুলায় মলিন জীর্ণ পথের পথিক তুমি নও,
নাইটিঙ্গেলের ন্যায় আলোকবর্তিকা হাতে
নতুন পথের অক্লান্ত দিশারি।
তোমার জলন্ত দেশপ্রেম, অদম্য মনোবল
আত্মবলিদানের দৃঢ় সংকল্প, নজিরবিহীন ।
দুঃখকে বরণ করেছ হাসিমুখে ,
বিঘ্নকে দেখেছ এগিয়ে যাবার সোপানস্বরূপ।
তোমার পদক্ষেপ মহাসাগরের ন্যায় উত্তাল উদ্দাম,
অন্তরে ধ্যানমগ্ন বুদ্ধের শান্তি।
সাধক ও যোদ্ধার কী অপূর্ব সমন্বয়।
সুভাষের আবরণ ছেড়ে
তুমি হলে মুক্তিপথের অগ্রদূত, নেতাজি।
'রক্ত দাও, স্বাধীনতা দেব' আহ্বান
জনমানসে তোলে বিপুল আলোড়ন।
শত বিদ্রুপবাণ সহ্য করেও
দুর্জয় সংকল্প, নিখুঁত পরিকল্পনায়
ভারতমাতাকে নাগপাশ থেকে
মুক্ত করার পথকে মসৃণ করেছ।
তুমি দেশগৌরব,
উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তোমার উপস্থিতি।
মহান জাতীয় প্রগতি 'জয়হিন্দ' ধ্বনি
চিরকাল ধ্বনিত হবে সগৌরবে।