শুধুই সৃজন


সবুজের মাঝে প্রাণীরা বিরাজে
                           কত আদরে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                           করুণা ঝরে।
ফুল-পাতা-ফল শিকড় বাকল
             সবকিছু কাজে লাগে
প্রজাপতি আসে ফুল ভালোবাসে
             রেঙে ওঠে রেণু-ফাগে।
    মাথার ওপরে সুনীল আকাশ
    বিটপীর গুণে স্নিগ্ধ বাতাস
প্রাণের আরাম অমল বায়ুতে
                           কলিজা ভরে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                           করুণা ঝরে।


কেবল  সৃজন কাটব না বন
             এসো পুঁতি বীজ, চারা
চাই সমাদর লক্ষ্য নজর
             মহীরুহ হবে তাঁরা।
কলকাকলিতে পারে ভরে দিতে
             আশ্রয়ে পাখি যতো
কীটপতঙ্গ ধরার অঙ্গ
             ঠিক আমাদের মতো।
পৃথিবীটা নয় শুধু মানবের
সব সৃষ্টি তো প্রকৃতি মায়ের
ভোলা অপরাধ বড় পরমাদ
                         বেড়াবে চরে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                         করুণা ঝরে।


উবে গেছে সুখ প্রকৃতি বিমুখ
                 নিশিদিন অনাচার
পিঠ ঠেকে গেছে সময় হয়েছে
                 ঢের হল নয় আর।
অঢেল অস্ত্র কোথায় বস্ত্র
                 খাদ্য বাসস্থান
কোথা ন্যায়নীতি শুধু দুর্নীতি
                 শুনে শুনে কালা কান।
মানুষ দাঁড়াবে মানুষের পাশে
শেফালিকা ঝরে উঠোনের ঘাসে
পৃথিবী আমার পৃথিবী তোমার
                         সাজাব ওরে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                         করুণা ঝরে।


দীর্ণ আকাশ দূষিত বাতাস
                 নেই কোনো হেলদোল
হয়নি শিক্ষা নেয়নি দীক্ষা
                 সবুজে ভরাও কোল।
শস্যশ্যামল দিঘিতে কমল
                 পাখিদের কলরব
অরুণকিরণ হাসে মাঠ বন
                 প্রকৃতির উৎসব।
ফিরে পাবে ধরা আপন স্বরূপ
হইবে মুখর রহিবে না চুপ
আপন কক্ষে ঘুরিবে পৃথিবী
                           যাবে না সরে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                           করুণা ঝরে।


ক্ষোভ সঞ্চয় সাগরে প্রলয়
             ধেয়ে আসে স্থলদেশে
মানুষের লোভ বাড়ে দুর্ভোগ
              জনপদ গেল ভেসে।
গর্বের ধন সুন্দরবন
              ভূপতিত তরুরাজি
ফিরাব আবার মা'র মণিহার
              শুরু হল কাজ আজি।
    আর কবে হবে মানুষ সজাগ
    নিরীহের প্রতি ঝাড়ে যত রাগ
ক্ষমতা জাহির যেন বড় বীর
                            ব্যাকুল করে
জননী জোগায় এ যে তাঁর দায়
                           করুণা ঝরে।


কোনটা বিদেশ একটা তো দেশ
             একটাই ধ্রুবতারা
সূর্য-চন্দ্র ওজনে রন্ধ্র
             করল কে নর ছাড়া?
নিসর্গ এল উমপুন গেল
             ঘটিয়ে ধ্বংসলীলা।
বারবার কেন কশাঘাত হেন
             ভেঙে গেল বাড়ি টিলা
    মানে না কেহই নিয়ম-কানুন
    হজম করেছে শুভবোধে ঘুণ!
ভালোবাসি যদি ভূ-কে নিরবধি
                           কোমল করে
প্রকৃতি জোগায় এ যে তাঁর দায়
                           করুণা ঝরে।


##অজিত কুমার কর