**
   শপথ নিলাম এখন থেকে ফাটাবো না শব্দবাজি
শুধু শুধু অর্থ নষ্ট                 বাড়ে কত প্রাণীর কষ্ট
সহমতের আহ্বান জানাই শামিল হ’তে কে কে রাজি?
ধোঁয়া হচ্ছে যেসব টাকা     এক মুহূর্তে পকেট ফাঁকা
ও’সব টাকা বিলিয়ে দেবো মুক্তহস্তে দীনকে আজই
বাঁচব যদিন এই ধরাতে করবো এমন মহৎ কাজই।


  দিনে দিনে বাড়ছে দূষণ অন্ধকারে যাচ্ছে ঢেকে
উষ্ণতাও যাচ্ছে বেড়ে        কত জীবন নেবে কেড়ে
না যদি কেউ সতর্ক হই আমরা মানুষ এখন থেকে।
হিমবাহ যাচ্ছে গলে          ডুবে যাবো অথই জলে
ভবিষ্যতের জন্য আমরা কী নিদর্শন যাবো রেখে।
বেপরোয়া জীবনযাপন, অবাক হচ্ছি কান্ড দেখে।


   বিশ্ববাসীর প্রত্যেকের চাই মহৎ কাজে একাত্মতা
চলবো মেনে নিয়ম নীতি    রাখবো বজায় সুসম্প্রীতি
সর্বজনের সাহায্য চাই পৌঁছে দিতে এই বারতা।
ফুলে ফলে ভরুক ধরা           মর্ত্য হবে ওই অমরা
সুস্থভাবে বাঁচবো সবাই, সকল প্রাণী-তরু-লতা
জেনেভাতে নেতৃবৃন্দের গঠনমূলক সুসমঝোতা।
**