সুপ্তিকে নয় স্বপ্ন জাগরণে
অজিত কুমার কর


ঘুমে নয় জাগরণে স্বপ্ন দেখেছি
রূপায়িত ক'রবই মনপ্রাণ দিয়ে
যতই আসুক বাধা যাব না পিছিয়ে
জন্মসূত্রে এই সাহস পেয়েছি।


অসাম্য দূর হোক সর্বদা চাই
কাজটা শক্ত বেশ চাই মনোবল
প্রতিকূল পরিবেশ তবুও সফল
হতে যে হবেই আজ, করব লড়াই।


গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ
তবু নেই অধিকার সত্য বলার
বললেই কারাবাস নেই নিস্তার
ভয়ে জুজু জনগণ সদা বিমর্ষ।


রাষ্ট্রনেতার মুখে বিকাশের বাণী
কিন্তু দমন-নীতি দেখি আচরণে
মুখের কথায় মধু কুটিলতা মনে
ওদের আসল রূপ সকলেই জানি।


কী ভারত চেয়েছিল নেতাজি সুভাষ?
এটা কি বাসযোগ্য শিশু-কিশোরের?
সুকান্তের লেখনী, তা তো আমাদের
ধর্মের সুড়সুড়ি তুরুপের তাস।


© অজিত কুমার কর