রবির দেশে উদয় রবির সাগরপারে অস্তাচলে
আর কখনও উঠবে না সে ডুব দিয়েছে অতল জলে।
মহান শিল্পী ঋষির মতো বসত যখন সেতার হাতে
অবাক হয়ে শুনত সবাই তারায় ভরা নিঝুম রাতে।


আলাপ সেরে জোড়ে এলে দীপ্ত প্রভা ফুটত চোখে
ঋদ্ধ হ’তো সকল শ্রোতা অবগাহন ওই আলোকে।
সুরলোকের বাদশাজাদা বিজয়মালা তোমার গলে
দেশবিদেশের গণ্ডি উধাও সুরসাগরের গহিন জলে।


বিশ্বকবি রবির আলো সঞ্জীবনী সুধা ঢালে
তোমার দ্যুতি ধ্রুবতারার স্নিগ্ধ পরশ সূক্ষ্ম তালে।
অনন্তকাল রাখবে মনে সৃষ্টি সবই অমর রবে
ব্যাকুল হবে চিত্ত সবার অভাব নাহি পূরণ হবে।