*               সুরভিত শৈশব
               অজিত কুমার কর


যাইনি ভুলে কেমন ছিল আমার 'ছেলেবেলা'
কোথায় গেলি আয়-না ফিরে ভাসাই জলে ভেলা।
গুরাই, হারান বন্ধু ছিল কোথায় এখন তারা?
লাঠি নিয়ে কেউ বা হাঁটে, কেউ হয়েছে তারা।


ফেলে আসা সেই সেদিনের নেইকো কোন জুড়ি
কীভাবে যে পালিয়ে গেল আমায় মেরে তুড়ি।
বিকেল হলে  মুক্ত পাখি, কে রয় তখন ঘরে
লাটাই হাতে পিছিয়ে যেতাম ঘুড়ির সুতো ধ'রে।


উঠোন পাশে বেগুন গাছে বাসায় পাখির ছানা
বাড়ছে কি না খাচ্ছে কী কী দেখার জন্য হানা।
কদিন পরে মেললো ডানা নীল আকাশের কোলে
সেই আনন্দে আমার তখন হৃদয় দোদুল দোলে।


কেবলমাত্র বর্ষাকালে দুকূল ছাপায় নদী
মন্দস্রোতে সাঁতার কাটা, ফিরত সেদিন যদি।
নদীর ধারে প্রকাণ্ড বট ঝুলত কত ঝুরি
দোল খেয়ে ঝাঁপ নদীর জলে জাহির বাহাদুরি।


ওসব এখন কেবল স্মৃতি তোলা কুলুঙ্গিতে
কে আমারে 'ছেলেবেলা' পারবে ফেরৎ দিতে?