হেসে হেসে পরল ফাঁসি
দেখল সারা ভারতবাসী
           বিশাদভরা বুকে,
ক্ষুদির মতো মহান বীর
উচ্চ সদা যাহার শির
          হিসেব দিল চুকে।


প্রফুল্ল বা কমতি কীসে
অভ্রান্ত তাঁর গুলির দিশে
          চায়নি দিতে ধরা,
যতীন্দ্র দাস রাসবিহারী
চিত্তরঞ্জন দিগদিশারি
         প্রাণপ্রাচুর্যে ভরা।


মায়ের কোলে দামাল যত
এগিয়ে এল মুছতে ক্ষত
           হটাতে ইংরাজ,
সূর্য সেন ও বারিন ঘোষ
অরবিন্দ সুভাষ বোস
          গর্জে যেন বাজ।


বিনয় বাদল মাতঙ্গিনী
দীনেশ যতীন সৌদামিনী
        লড়েই দিল জান,
স্বাধীন ভারত স্বপ্ন চোখে
সাধ্য কী তা দস্যু রোখে
       রাখল মায়ের মান।