তোমাকে দেখেছি বনানীর পথে
আনমনে আছ চেয়ে
এলোকুন্তল সমীরনে ওড়ে
মাতলা চলেছে বয়ে।


তোমাকে দেখেছি বাহারি পোশাকে
ডাললেকে শিকারায়
হাত দিয়ে তুমি ছু্ঁয়ে যাও জল
শ্যাওলা চমকে চায়।


তোমাকে দেখেছি উতরাই পথে
অফুরান উদ্যমে
অক্লেশে তুমি এগিয়ে চলেছ
গান গেয়ে নাই থেমে।


তোমাকে দেখেছি শৈলশিখরে
অঝোর তুষারপাতে
মহাউল্লাসে নিজেকে হারিয়ে
খেলছ পেলব হাতে।


তুমি যে আমার স্ব্পনচারিণী
রেখেছ বিভোর করে
তোমার পরশ অনুভবে পাই
দিনে, রাতে ঘুমঘোরে।