*            স্বপনে দাও ধরা
             অজিত কুমার কর


তোমায় আমি নাচতে দেখি গভীর রাতে
মায়ের দেওয়া নূপুর বাজে তোমার পা'তে
        দারুণ লাগে       স্বপ্নরাগে
  সাতনরি হার বাজুবন্ধ তোমার গা-তে।


নাচের পরে বসলে এসে আমার পাশে
সেদিনও ঠিক এমন ছিল ফাগুন মাসে
     পলাশ রাঙা      ভুবন ডাঙা
  ঝলমলানি মুক্তদানা পাতায় ঘাসে।


  তোমার জন্য গাঁথা ছিল বকুল মালা
পূর্ণিমা-চাঁদ সেদিন যেন সোনার থালা
    কী মনোরম       পুলক চরম
  মায়ের হাতে সুসজ্জিত বরণ ডালা।


   হঠাৎ আমার নিদ্রা টুটে আকাশ দেখি
   জানলা দিয়ে উঁকি মারে সূর্য এ কী!
     তুমি তো নাই     কী ভাবে পাই
  মেঘের ডানায় সাতসকালে পত্র লেখি।