#              স্বপনে দেয় ধরা
               অজিত কুমার কর                
                  
    কেন রে মন গিয়েছিলি তুলতে কচি শসা
রক্ত খেলো একশো মিলি কয়েক হাজার মশা।
            চুলকানিতে ঘুম হলো না
         কানমোলা খাই আর যাবো না
কামড় খেয়ে কাহিল আমি এমন বেহাল দশা
  বান্ধবী তো চলে গেছে নেই আশা ভরসা।


    তন্দ্রা এল শেষ প্রহরে আঁধার চক্রবাল
     কষ্ট দেখে শুচিস্মিতার চক্ষু দুটি লাল।
            কাঁদছো কেন অমন করে
            এসো বসো খাটের 'পরে
তোমার কান্না দেখলে আমি হই যে বেসামাল
    মশা তো নয় যেন ওরা হিংস্র পঙ্গপাল।


  যাইনি আমি বাবার সাথে ছেড়ে বাহারগ্রাম
পড়বো আবার একই স্কুলে, কে করে বদনাম।
              সারা ভারত জুড়ে মশা
             কে জোগাবে কচি শসা!
   পাখির কলকাকলিতে পরিবেশ ছিমছাম
লিচু-আঁতা-খেজুর আছে আর আছে আম-জাম।


ওডোমসের টিউব আছে আসবে না আর মশা
আমিও আজ সঙ্গে যাবো তুলবো কচি শসা।
             মোমবাতিও সঙ্গে আছে
             কচি শসা কোথায় গাছে
   গত রাতের মতো কারও হবে না দুর্দশা
দেখতে পাব রাত-আকাশে মজার তারা-খসা।


বকুলতলায় খাচ্ছি দুজন মাখিয়ে শুধু নুন
শুচিস্মিতা গান ধরেছে অস্ফুটে গুনগুন।
          এবার ঘরে ফিরতে হবে
            দেরি হলে মা বেরবে
ভালো করে মুখ মুছে নিই, হেসেই দুজন খুন
হাসির ঝিলিক রইবে ঠোঁটে ক'রবো না মুখ চুন।