স্বপনে দিস দেখা
অজিত কুমার কর


ঘুমের মধ্যে যখন ডুবে থাকি
তখন দেখি পাশেই আছিস তুই,
পাশবালিশটা পিছন দিকে রেখে
জ্যোৎস্না দিয়ে মুখটাকে তোর ধুই।


ছ্যাঁত করে যেই ঘুমটা আমার ভাঙে
তারকাহীন নীরব ছায়াপথ,
হাতড়ে বেড়াই নির্জন রাত্রিতে
শূন্য ভুবন ভগ্ন মনোরথ।


ভেবে ভেবেই ফুরোয় বিভাবরী
কুন্দফুলের মিষ্টি সুবাস পাই,
জানলা খুলে মুখ বাড়িয়ে দেখি
না না না কোথাও তো তুই নাই।


শুধুই স্বপ্নে দিস কেন যে দেখা
কীসের জন্য করিস এমন ছল,
আমার মতোই কি তুই একা একা
স্বপ্ন দেখিস আমায় নিয়ে? বল।


এর উত্তর দিবি না তুই জানি
আমার কাছে ধরা পড়ার ভয়,
বলবি কবে, 'নিছক দুর্ভাবনা'
প্রমাণ করিস ভাবনা সত্য নয়।


© অজিত কুমার কর