ভুলে গেছে আজ মহামানবের বাণী।
স্নেহসুধা নেই, নেই প্রেম প্রীতি
চলে শুধু হানাহানি।


বিভেদের বিষ ওগরায় ক্ষণে ক্ষণে।
বিবেকবিহীন, নেই পরিতাপ
কুটিলতা জাগে মনে।


যার আছে বেশি, আরো চায় ভুরি ভুরি।
জমি শত বিঘা, গাড়ি-বাড়ি-সোনা
দিবসে পুকুর চুরি।


ঘুণপোকা ওরা, গ্রাস করে কুরে কুরে।
সমূলে বিনাশ পৃথিবীতে কবে!
তবেই দাঁড়াবে ঘুরে।


আশা আছে, তাই জনমনে ভাষা জাগে।
আসবে বিনয়-বাদল-দীনেশ
ঝাঁপাবে সবার আগে।