স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই
অজিত কুমার কর


মাঝে মধ্যে গভীর রাতে
ভাঙে আমার ঘুম
এভারেস্টের শীর্ষে উঠে
খাচ্ছি আমি চুম।


ট্রেকিং করি ক'জন মিলে
পেরোই ঘন বন
ভয় পেলে পা চলে নাকি
চাঙা রাখি মন।


স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই
এটাই আমার কাজ
অতি ক্ষুদ্র তবুও ভীষণ
রাই সরিষার ঝাঁজ!


তাইতো বলি বল তো মনে
ভয়কে করো জয়,
অল্প বয়স শীর্ণ দেহ
এসব বাধাই নয়।


আকাশ পাহাড় জয়ের জন্য
দাও নিরলস শ্রম,
চলার পথে কঠিন বাধায়
অটুট রাখ দম।