লাখো শহিদের রক্তভেজা মাটি
সেদিনের স্মৃতি আজো অমলিন
যুবশক্তি ভেঙেছিল পাক-ঘাঁটি।


নিদ্রাবিহীন কেটেছে রাত্রিদিন
সীমাহীন আতঙ্কের পরিবেশ
ভুলেনি বাঙালি, নয় অর্বাচীন।


পোষা ছিল মনে এতটা বিদ্বেষ!
পথেঘাটে চারিদিকে শুধু লাশ
নরকযন্ত্রণা লাঞ্ছনা অশেষ।


আত্মসমর্পণ, অশান্ত ন’মাস
ভারতের সেনা বাঁচাল সম্মান
বাঙালি কখনো হয় ক্রীতদাস!


মুক্তিসূর্য মুজিবুর রহমান
বাংলাদেশের গরবি অভ্যুদয়
পরাজিত হ’ল শত্রু পাকিস্থান।


পূর্ব গগনে নবীন সূর্যোদয়
সবুজের বুকে মস্ত রক্ত টিপ
জোগায় সাহস, দেয় বরাভয়।


হৃদয়ে উজ্জ্বল আশার প্রদীপ
স্বাধীন দেশের মুক্ত নাগরিক
দৃঢ় পণ ভেঙে দেব বিপ্রতীপ।


শহিদ স্মরণে হব আন্তরিক
উন্নয়নে দেবো শ্রম ততোধিক।