স্বর্ণালি বিজয় উৎসব


সবুজের বুকে নতুন সূর্য ওখানে ও' কার মুখ
দিঘল নয়ন, সেই চেনা হাসি দর্শনে বড় সুখ।
                                  উজ্জ্বল অবদান
অতিপরিচিত জাতির জনক মুজিবুর রহমান।


নদীমাতৃক বঙ্গভূমিতে তখন গ্রীষ্মকাল
ঝাঁপিয়ে পড়ল পাক-সৈনিক শাসকের কূট চাল।
                           থামেনি সহজে রণ
মুক্তিযুদ্ধে শামিল সবাই আপামর জনগণ।


দীর্ঘ ন'মাস চলল লড়াই মৃত্তিকা হল লাল
কত লাঞ্ছনা নারী-নিপীড়ন নেমে এল মহাকাল।
                              কাটাতে আঁধার রাত
প্রতিবেশী দেশ ভারতবর্ষ বাড়াল প্রীতির হাত।


পর্যুদস্ত পাক-বাহিনীর আত্মসমর্পণ
বিজয় পতাকা উড়ালো আকাশে বাংলার জনগণ।
                                     পূরল মনষ্কাম
স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল বাংলাদেশের নাম।


পঞ্চাশতম বিজয় দিবস ষোলোই ডিসেম্বর
সোনালি রঙের উজ্জ্বল আভা ভরে দিল অন্তর।
                             গাই বিজয়ের গান
কান পেতে শোনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান।


#অজিত কুমার কর