দখিন বাতাস যখন বহে
কোকিল ডাকে,
খোশ-আহ্লাদে না বিরহে?
ডাকে কি সে খিদের জ্বালায়
তরুর শাখে?
কেউ জানি না কখন কী খায়।


কারও কথা কেউ ভাবি না
এড়িয়ে যাই,
শুধাই না কেউ ‘ভাত খাবি না?’
যদিও আছে অঢেল ঘরে
শুধু তাকাই,
পা চালিয়ে পড়ি সরে।