স্বীকারোক্তি


জীবন আমার ভরিয়ে দিয়েছো সময় এসেছে ফুরিয়ে
সহজ কথাটা অকপটে বলি বলবো না আমি ঘুরিয়ে।
প্রাণবায়ু পাই তরুদের কাছে
দিয়ে যাবে ওরা যতদিন বাঁচে
                                রাখে না লুকিয়ে-চুরিয়ে।


মা'র ভালোবাসা বাবার আদর যতদিন ছিল পেয়েছি
বোবা হয়ে রয় ভিতরের আমি কতটুকু সেবা দিয়েছি।
জননী আমায় দিল না সময়
জীবনের এটা বড় পরাজয়
                               আমি তা মেনেই নিয়েছি।

পৃথিবী জোগায় ক্ষুধার অন্ন পেয় জল খুব গভীরে
কংসাবতীর জলে চাষবাস না দিলে শুষ্ক অচিরে।
বৃক্ষের কাছে চিরঋণী আমি
যখন ক্লান্ত ছায়া খুঁজে থামি
                                জুড়াই শীতল সমীরে।


বৃদ্ধবয়সে দু'পা টলমল চালিকাশক্তি লাঠিতে
জীবনের শেষে নশ্বর দেহ মিশে যাবে এই মাটিতে।
শ্মশানের বুকে রবে শুধু ছাই
পৃথিবীতে ছিল আজ আর নাই
                                   সাগর-প্রাপ্তি ভাটিতে।
@অজিত কুমার কর