প্রিয়া – সুষ্ঠুভাবে চলছে সব
      কাজকে ভাবি মহোৎসব।
               প্রসন্নতা
               বিমুগ্ধতা
       ক’রব পালন মধুৎসব।


প্রিয় – হেমন্তিকা আজ দ্বারে
       দিচ্ছে জানান সবারে
           আসছে সুদিন
            দুঃখ বিলীন
      ইচ্ছাশক্তি সব পারে।


প্রিয়া – কৃষ্ণচূড়া লালে লাল
       মহুল করে মন মাতাল।
             মরশুমি ফুল
            রঙিন অতুল
      বসন্তিকার গোলাপ গাল।


প্রিয় – জোরকদমে প্রস্তুতি
    স্মারক একশো গাছ পুঁতি
          কেউ কী বসে
          কোমর কষে
      কর্মে রত পায় স্তুতি।


প্রিয়া – শ্যামলিমা-র অন্য রূপ
        মঞ্চ-পাশে জ্বলছে ধূপ।
               মান্যগণ্য
             আমরা ধন্য
      আসবে এবার সবাই চুপ।


প্রিয় – লোক সমাগম আশাতীত
        ওই তো দুজন উপস্থিত।
               জেলাশাসক
              আর বিধায়ক
         উদ্বোধনে কবির গীত।


প্রিয়া – ফুলমালা আর চন্দনে
         বাঁধি প্রীতির বন্ধনে।
       শঙ্খধ্বনি    দিচ্ছে ধনি            
         বরণ করি নন্দনে।


প্রিয় – এবার ছ’জন রমণী
         নৃত্য করবে এখনি।
            মাদল বাজে
           দুলছে গা-যে
        স্বপ্নরঙিন রজনি।


প্রিয়া – শ্রুতিনাটক কবিতা
         অংশ নিল সবিতা
           ধীরেন-ফণী
           সাধন-মণি
      অমূল্য-ঋক-নমিতা।


প্রিয় – আশ্বাস দিলেন বিধায়ক
        দেশমাতার দুই সেবক
             তালিকা দাও
           তোমরা কী চাও
      জোগাবে সব এই দায়ক।