বুদ্ধিদীপ্ত চোখমুখ নিম্নাঙ্গ বিকল
চলচ্ছক্তিহীন শিশু স্কন্ধে যাতায়াত
প্রাথমিক শিক্ষা তাঁর মাতার নিকট
সবেতেই পারদর্শী লেখাপড়া গান।
চোখ দুটি মায়াময় অতীব উজ্জ্বল
এত প্রতিবন্ধকতা, না হলে নির্ঘাত
পাহাড় ডিঙিয়ে যেত, প্রতিভা প্রকট
সুরভি ছড়িয়ে দিয়ে বাড়াত সম্মান।


পরীক্ষায় কৃতকার্য মনে বড় সুখ
বিধির বিধান ধার্য আঁকা চিত্রপটে
আঘাত লাগিল এসে মাধবীবিতানে।
শোকস্তব্ধ পড়োশিরা গ্রামবাসী মূক
মহামারি বিপর্যয় এভাবেই ঘটে
লুকোবে কোথায় ব্যথা অকাল প্রয়াণে।


(একটি প্রতিভাবান বিকলাঙ্গ যুবকের
অকাল প্রয়াণে তাঁর উদ্দেশে লেখা)