বাতাসে কীসের গন্ধ মাদকতা আনে
কাননে কুসুমকলি আঁখি মেলে চায়
উচাটন মন আজ কারে খোঁজে হায়!
সাগরে উতলা ঢেউ মাতে কলগানে।
বউ-কথা-কও ডাকে প্রিয় কি তা জানে
কার লাগি দ্রুতপদে একা ধনি ধায়
ঘাটেতে তরণি বাঁধা জল ছলকায়
ভিড়িবে কোথায় তরি তটিনীর টানে।


ঝুরুঝুরু ঝরে পড়ে কবরীর ফুল
অধরে মধুর হাসি শিঞ্জিনী কঙ্কণ
রিনিঝিনি কিনিকিনি পদ-হস্ত ’পরে।
জোয়ারের জল দেখি ছাপায় দু'কূল
কে বসে যমুনাতীরে ফাঁকা নিধুবন
নয়নে খুশির রেখা নামে হাত ধরে।