*     চলছে চিরকাল
   ভাঙাগড়ার এই খেলা
  কালো, কোথাও লাল।
   ক্ষিপ্ত সাগর শান্ত হয়
  প্রাণের বন্যা তখন বয়।
              ---
       বিবাদ-বিসংবাদ
  আমরা সেরা তোমরা নয়
      একটুও নেই খাদ।          
আজ যে ভালো কাল খারাপ
     দুর্নীতিতে পূর্ণ পাপ।
             ---
       খাঁচায় বন্দী ও'
    আকাশটা বড় কাছে
     ডেকে যায় গাছে।
     একেবারে নিঃসঙ্গ  
      বিকলাঙ্গ বিহঙ্গ।
            ---
      আত্মসমর্পণ
আগুন কিংবা ফুল দেখে
     সমস্যা তখন।
     যেখানে মধুভাণ্ড      
    সেখানে ঘটে কান্ড।
           ***