#       ধর্ম থাক মনে          
    ধর্মান্ধতা খারাপ খুব
       ভজন নির্জনে।
     ধর্মনিরপেক্ষ দেশ        
  কোনো ধর্ম নয় বিশেষ।
-------------------------
      মাতামাতি নয়          
  ধর্মান্ধরা সুযোগ পায়  
   জাগে ধ্বংসের ভয়।        
   ধর্ম যখন হাতিয়ার      
জ্বলে পুড়ে হয় ছারখার।
--------------------------
    আজ আছে বাস্তু        
ভেসে যায় যদি এই ঘর  
      হবো উদ্বাস্তু।                
চিন্তার কারণ উষ্ণায়ণ      
   কী ভয়ঙ্কর প্রদূষণ!
---------------------------
      বার্তা বারংবার
    সতর্ক হও জনগণ        
    কঠিন শাস্তি তার।      
এড়াবার নেই অবকাশ
অবান্তর তথ্যের চাষবাস?
---------------------------
      কে দেবে আশ্রয়            
   কত ফুল যাবে ঝরে          
  এ সভ্যতার পরাজয়।      
    অন্ন বস্ত্র বাসস্থান        
সবার আগে মানুষ চান।
--------------------------
      লোক নয় সচেতন      
  কাঠ ঘুঁটে কয়লা পোড়ায়
       বাড়ে রোজ দূষণ।            
      যেন গয়ং গচ্ছ ভাব  
   বোধের নিদারুণ অভাব।
              ###