*
        (৩)
   আমি যাযাবর
কবিতার টানে ছুটি
  কে রাখে খবর।
প্রকৃতির বুকে ব্যথা
বাতাসে ছড়ায় কথা।


         (৪)
  পাতার আড়াল
বহুরূপী রং বদলায়
    বড় অসহায়।
পৃথিবী কত সুন্দর
ঘর পাতার ভিতর।


          (৫)
    মেঘভাঙা বৃষ্টি
  অসময়ে বিপর্যয়
     অস্বচ্ছ দৃষ্টি।
প্রকৃতির ভয়ঙ্কর রূপ
লন্ডভন্ড, কর্দম স্তূপ।


         (৬)
  কেবল মুখ গর্তে
শশকের  বাহাদুরি
   জীবনের শর্তে।
শিকারি লক্ষ্য রাখে
বানরের বাধা তাকে।