#   ছেড়ো না হুংকার
কে দিল এই অধিকার?
     ঔদ্ধত্য বারবার।
ছড়াচ্ছ রোজ হিংসা-বিষ
মনুষ্য নও, আশীবিষ।
          ###
        ঝালাপালা কান
আবোল-তাবোল বকছো রোজ
        কটু কথার বান।
      দাপাদাপি মাত্রাহীন
      কখনো নয় সমীচীন।
              ###
     চাওয়ার অন্ত নাই
আকাশ চাই, সমুদ্র চাই
      তবে তৃপ্তি পাই।
  যা পেয়েছি এটাই ঢের
ক'জন বলে পাইনা টের।
            ###
  সে কী আর বলতে
লক্ষ্য এখন একুশ সাল
   পাকাচ্ছে সলতে।
শিকে ছিঁড়ে ভাগ্যে কার
কত খেলা দেখব আর!
           ###
   একটু শান্তি দাও
  প্রভু মিনতি জানাই
   আর কিছু না চাই।
গায়ের উত্তাপ জলে হ্রাস
মাথার উত্তাপ, সর্বনাশ!
          ###