*   ক'রছ কী বরুণ!
বৃষ্টি কোথা, কেবল স্প্রে
      অবস্থা করুণ।
   শ্রাবণেও এই দশা!        
  সারাটা মাঠ অ-চষা।
             #
    কে সন্ত্রাসবাদী?
সন্ত্রাসবাদীর সংজ্ঞা কী
    মুখর বিবাদী।
আইনের কড়া শাসন      
রুদ্ধ বলার বাতায়ন।
           #
    আকাশে নেই চাঁদ
তাই করেছে আঁধার গ্রাস
    এ কী মায়ার ফাঁদ!
তোমাকেও তো দেখছি না
  মৌন  তাই  মনোবীণা।
            ***