*    মেঘের চোখে জল
   তখন এমন শ্রাবণ দিন
        মলিন শতদল।
    বঙ্গমাতার শ্রেষ্ঠ দান
ঈশ্বরের আজ তিরোধান।
-----
      ঘন নীল আকাশ
টুকরো টুকরো কালো মেঘ
      কেমন পরিহাস!
   আর কতদিন প্রতীক্ষা  
   প্রকৃতির নির্মম শিক্ষা।
-----
        নিদারুণ খরা
কোথাও যাচ্ছে ভেসে সব
        বিব্রত আমরা।
  ময়ূর পেখম মেলে না  
  নাচার ইচ্ছা জাগে না।
------
     বিচিত্র এই দেশ
  মোসাহেবি না করলে
      লাঞ্ছনা অশেষ।
স্রোতের অভিমুখ, সুশীল
  নইলে প্রতিক্রিয়াশীল!
-----
   দুর্বলের নাই কেউ,
প্রত্যাঘাতের ভীতি নেই
    হম্বিতম্বির ঢেউ।
  বালিশে মারি ঘুসি        
শাস্তি দিয়ে খুব খুশি।
----
    পৃষ্ঠে বোঝা যার
    কর্ম করে নিরন্তর
    বড় অভাব তার।
সামনে বোঝা, আমির সে
  জীবন কাটে আরামসে।
-----
      এভাবে কেউ যায়
   আমার ভুবন অন্ধকার
   জ্যোৎস্না কোথা পায়।
    ক'রো নাকো ললনা
     এমনতরো ছলনা।
            ***