*  পতাকার তিন রং              
সে তো আমার গর্বের ধন
      স্বপনে ঢং ঢং।          
   ইচ্ছাশক্তি অনির্বাণ
রক্ষা করব মা'র সম্মান।
------------------------
*     লাগাতার সন্ত্রাস        
    নিত্য চলছে রং বদল  
      উল্লাস অট্টহাস।          
মরলে বলে দলের লোক  
জল ঝরে না কুমির-শোক।
---------------------------
      প্রকাশ পেল পাপ          
   তরি এখন টালমাটাল        
        বৃথা মনস্তাপ।                  
এক লাফে যায় পগার পার
এই তো সুযোগ চমৎকার!
---------------------------
   কোথায় থাকে বাপ?
চলছে তো বেশ বকবকম
  রাখবি কোথায় পাপ!
পিছন ফিরে দেখ একবার
কেমন ছিল সে' সংসার।
              #