গরমে প্রাণ ওষ্ঠাগত অসহ্য রোদ্দুর
প্রাণ জুড়োবার জায়গা কোথা, দূরে সমুদ্দুর।
দুপুরবেলা গাছেরতলা নয়তো পুকুরপাড়
একটুখানি স্বস্তি মেলে গর্মি দেয় না ছাড়।


দাপট এখন ওরই বেশি সাথে যে বৈশাখ
তৃষ্ণাতে জল খুঁজে বেড়ায় পরিশ্রান্ত কাক।
অন্য পাখি পাতার আড়ে চুপটি করে রয়
আমরা যেমন সহ্য করি ওরাও কষ্ট সয়।


মেঘের আনাগোনা হলে কমে রোদের তাপ
তা নাহলে ওর প্রভাবে মলিনতার ছাপ।
কারো রেহাই মেলে নাকো কুকুরও কাতরায়
লম্বা জিহ্বা বের করে সে শান্তি খুঁজে পায়।


স্নানের সময় পুকুর ডোবায় ঘন্টাখানেক ডুব
দেরি হলে চোখরাঙানি শাস্তি জোটে খুব।
বিকেল হলে দখিন হাওয়া স্বস্তি এনে দেয়
বেরিয়ে যাবার জন্য তখন সময় করে নেয়।


মেঘলা আকাশ ঝড় বাদলের আশায় বসে রই
আম কুড়োবার জন্য তখন চিৎকার হইচই।