তাঁর আবির্ভাব অকস্মাৎ
অজিত কুমার কর


প্রজাপতি মনটা আমার রং মেখেছে গোধূলির
অমনি ডানা গজিয়ে গেল তখন কী আর ও রয় স্থির?
উড়ে বেড়ায় ফুলবাগিচায় ফুলের সাথে আলিঙ্গন
ফুলের খুশি উথলে ওঠে উত্তেজনায় গা শিরশির।


গোধূলির রং ঝিলের জলে আকাশও আর নয় তো নীল
মনের সাথে আকাশ ঝিলের কোথাও কোনও নেই অমিল।
মন বিহঙ্গ নাও ভাসাল উঠলো দুলে দোদুল দোল
প্রকাশ করার ভাষা হারাই এ আনন্দ অনাবিল।


রাঙায় যেজন নিপুন হাতে হরণ করে সেই হঠাৎ
অনিয়মের বালাই তো নেই দিন ফুরোলে আসবে রাত।
একটি দুটি ফুটল তারা, ক্ষীণ কটিনী বক্র চাঁদ
এমন মধুর সন্ধেবেলা তাঁর আবির্ভাব অকস্মাৎ।


© অজিত কুমার কর