তারার দেশে পাড়ি দেবে
জানাওনি তো আগে
অচেনা পথ, দূরও বহুত
ভাবতে অবাক লাগে।


একাই তুমি এসেছিলে
যেমন সবাই আসে
যাবার বেলা তেমনি গেলে
কোথায় অবকাশে?


কাব্যসুধা যা দিয়েছ
ওতেই চিত্ত ভরে
পঙক্তিগুলো স্মরণ করি
এখন অগোচরে।


তোমার ও’মুখ ঝিলিক মারে
যখন একা থাকি
কেমন করে মুখ লুকালে
এবার পাকাপাকি।


উঁকি দিয়ে দেখতে পার
তোমার স্মরণসভা
ফুলের মালা ধূপের গন্ধে
দীপ্ত তোমার প্রভা।


যেখানেই যাও সুখে থেকো
এই কামনা করি
পরম প্রভু শান্তি দিতে
তীরে ভেড়ান তরি।